
প্রকাশিত: ১৩ জুন, ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ
পুলিশের নির্ধারিত পোশাক পরা অবস্থায় কোনো পুলিশ সদস্য টিকটক ভিডিওতে অংশ নিতে পারবেন না। এসব করতে চাইলে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে করতে হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
গতকাল বুধবার রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সদর দপ্তরের ত্রৈমাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
নারী নির্যাতন ও অপহরণের মামলার সাজার পরিসংখ্যানে দেখা যায়, এই তিন মাসে আগের তিন মাসের তুলনায় সাজার হার কমেছে। এসব মামলায় সাক্ষ্য দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সাজার হার বাড়াতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পুলিশের কাছে বাড়ি ও জমি উদ্ধারে প্রচুর অভিযোগ আসে। তবে অতি উৎসাহী হয়ে পুলিশ সদস্যরা এসব উদ্ধারে অংশ নেবেন না।
আসন্ন ঈদুল আজহায় পশুবাহী ট্রাকে চাঁদাবাজি করতে গেলে তাঁদের কঠোর হাতে দমনের নির্দেশ দেন আইজিপি। তিনি পুলিশকে আত্মতুষ্টিতে না ভুগে আরও পেশাদারত্বের সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে আহ্বান জানান।
মন্তব্য করুন