
প্রকাশিত: ১ জুন, ২০২৪, ১২:১৪ এ এম
অনলাইন সংস্করণ
কক্সবাজারের পেকুয়ার শীলখালী ইউনিয়নের এতিম অসহায় চার মেয়ের পিতার দায়িত্ব নিয়ে বিয়ে দিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন।
শুক্রবার ৩১ মে শীলখালী ইউনিয়ন পরিষদে এ গণ বিয়ের আয়োজন করা হয়।
বিয়েতে বর যাত্রী, কণে পক্ষের অতিথি ছাড়াও স্থানীয় মানুষের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।এবং প্রত্যেক দম্পতিকে ফার্নিচার সেট সহ সংসারের যাবতীয় আসবাবপত্র উপহার দেওয়া হয়। এতে আর্থিক সহযোগীতা করেন চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলম।
চেয়ারম্যান কামাল জানান প্রথমে খবর পায় এলাকার একজন অসহায় এতিম মেয়ের টাকার জন্য বিয়ে দিতে পারছেনা। এভাবেই খবর আসে আরো তিন উপযুক্ত অসহায় মেয়েকে বিয়ে দিতে পারছেনা পরিবার।তিনি সিদ্ধান্ত নেন পৃথক বিয়ে না দিয়ে। চার জনের গণ বিয়ের আয়োজন করেন।
বিয়ে সম্পন্ন হওয়া মেয়েরা হলেন-শীলখালী কাছারী মোড়া এলাকার নেজাম উদ্দীনের মেয়ে রাজিয়া সোলতানা, একই এলাকার আব্দুল কাদেরের মেয়ে তাজমিনা জন্নাত।পূর্ব তারুয়াখালী এলাকার গিয়াস উদ্দীনের মেয়ে কানিজ ফাতেমা তানিয়া ও সায়মা জন্নাত মুন্নি।
বিয়েতে চকরিয়া-পেকুয়া আসনের সাবেক এমপি জাফর আলম, পেকুয়ার নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান শেফায়েত আজিজ রাজু,মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াছমিন সোলতানাসহ স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন