বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৪, ০৩:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

প্রকাশ পেল রাকিবের 'ভালোবাসার আরেক নাম তুই'

ছবি: সংগৃহীত

মুক্তি পেল রাকিব চৌধুরীর মিউজিক্যাল ফিল্ম ভালোবাসার আরেক নাম তুই।

সাম্প্রতিক সময়ে রাকিব চৌধুরীর নিজ কথা ও সুরে, রোজেন রহমানের সঙ্গীত আয়োজনে, ভালোবাসার আরেক নাম তুই গানটি সাইলেন্ট রকস্টার চ্যানেলের ব্যানার থেকে মুক্তি পেয়েছে। 
 
নওগাঁ জেলার দুবলহাটি রাজবাড়ী'র রাজা হরনাথ রায় চৌধুরীর পারিবারিক গল্প অবলম্বনে, তার নিজ রাজবাড়ীর মনোরম পরিবেশে চমৎকার একটি ভিন্নধর্মী গল্পে সাজানো হয়েছে মিউজিক্যাল ফিল্মটি।

কালের সাক্ষী রাজা হরনাথ রায় চৌধুরীর বিশাল প্রাসাদ ও তার জীবন গল্প তুলে ধরা হয়েছে রাকিব চৌধুরীর এই মিউজিক্যাল ফিল্মে। 

ফিল্মটিতে রাজার নাতনী চরিত্রে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী তান। 

রাকিব চৌধুরী আরো জানান, অনেক গানই আমরা আজকাল নতুন নতুন গল্পে দেখে থাকি, সে ধারাবাহিকতায় আমি চেষ্টা করেছি নতুনত্ব কিছু তুলে ধরার, সেই সাথে বর্তমান দর্শনীয় স্থান রাজা হরনাথ রায় চৌধুরীর বিশাল প্রাসাদ ও ছোট্ট একটি রোমান্টিক গল্পকে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করি সকলের বেশ ভালো লাগবে।

মন্তব্য করুন