বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৪, ০৭:৫১ পিএম

অনলাইন সংস্করণ

প্রক্রিয়া শেষ হলেই জামায়াত-শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি: রূপালী বাংলাদেশ

দিনভর অপেক্ষার পর জানা গেলো আলোচিত-সমালোচিত জামায়াত-শিবির নিষিদ্ধের বিষয়টি প্রক্রিয়াধীন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানালেন, শিগগিরই জামায়াত শিবির নিষিদ্ধে জনগণের আকাঙ্খা পূরণ হবে। সন্ত্রাস দমন আইনের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী এই দলকে নিষিদ্ধ করা হচ্ছে। আজ বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় সচিবালয়ে নিজ কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াত-শিবির নিষিদ্ধের দাবি তুলেছে দেশের সুশীল সমাজ। এ দাবি রাজনীতিকদেরও। ১৪ দলের সভায় জামায়াত-শিবির নিষিদ্ধের প্রস্তাব করা হয়েছে। সর্বশেষ কোটা আন্দোলনে তারা যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এসব কারণেই এই জামায়াতশিবিরকে  নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোন আইনে জামায়াত-শিবির নিষিদ্ধ জরা হচ্ছে? এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, সন্ত্রাস দমন আইনের ১৮ অনুচ্ছেদ অনুযায়ী সন্ত্রাসী দল হিসেবে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে।

তিনি বলেন, এ বিষয়ে সকল কর্ম প্রক্রিয়াধীন। প্রক্রিয়া শেষ হলেই হবে প্রজ্ঞাপন। এর বেশি কিছু বলতে পারবো না।

এর আগে আজ বুধবার সকালে এ সংক্রান্ত মতামত জানতে চেয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুপুরে আইন মন্ত্রণালয় থেকে মতামত পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়ার পরই দুপুর ৩টায় স্বরাষ্ট্র মন্ত্রী একটি ফাইল নিয়ে চলে যান প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বিকেল ৪টায় ফিরে এসে যোগদেন ১৫ আগস্টের জাতীয় শোকদিবসের আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে।

এদিকে আইন মন্ত্রণালয়ের সূত্র জানায়, সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি পেয়ে বৈঠকে বসে আইন মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্টরা। বৈঠক শেষে মতামত জানিয়ে চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা। এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় সভায় জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হন ওই জোটের শীর্ষ নেতারা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সেই বৈঠক হয়। জোটের বৈঠকে সিদ্ধান্তের পর এখন সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হচ্ছে।

গতকাল সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জামায়াত-শিবিরকে বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হবে।

 

মন্তব্য করুন