কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২২ জুন, ২০২৪, ১১:২২ এ এম

অনলাইন সংস্করণ

প্রাইভেটকারে ঢাকায় যাচ্ছিল ৭৭ কেজি গাঁজা

ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অভিযান চালিয়ে ৭৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট আটক করেছে পুলিশ।

শনিবার (২২ জুন) সকালে এসব তথ্য জানিয়েছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (২১ জুন) রাত সাড়ে অাটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশ জানতে পারে যে কতিপয় মাদক কারবারি সীমান্তবর্তী এলাকা হতে প্রাইভেট কারে মাদক দ্রব্য পরিবহন করে ঢাকার উদ্দেশ্য রওনা করেছে। তাৎক্ষনিক পুলিশের একটি টিম নাগেশ্বরী পৌর এলাকার কলেজ মোড়ে অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে গাড়ি চেকিং শুরু করে। গাড়ি চেকিং এর এক পর্যায়ে গাঁজা পরিবহন করা প্রাইভেট কারটি ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চেকপোস্টের অনেকটা দূরে গাড়ি থামিয়ে কৌশলে পালিয়ে যায়।পরবর্তিতে পুলিশ প্রাইভেট কারটি আটক করে এবং কারটি চেকিং করে ৭৭ কেজি গাঁজা উদ্ধার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, নাগেশ্বরীতে ৭৭ কেজি গাঁজাসহ একটি প্রাইভেট কার আটক করেছে পুলিশ। এ ঘটনায় নাগেশ্বরী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন