
প্রকাশিত: ২৫ মে, ২০২৪, ০২:৫৭ এ এম
অনলাইন সংস্করণ
নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, প্রার্থীদের সুশৃঙ্খল হতে হবে। কোনো প্রার্থীর চরিত্র হনন হয় এমন কথা প্রচার করা যাবে না। ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কোনো কথা বলা যাবে না। ভোটারদের ভয় দেখালে প্রার্থিতা বাতিল করা হবে। আমরা কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। প্রার্থীদেরকে অবশ্যই আচরণবিধি মেনে চলতে হবে।
শুক্রবার (২৪ মে) দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও চেয়ারম্যান প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এর আগে বগুড়ার তৃতীয় ও চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা উপস্থিত হয়ে নিজেদের বিভিন্ন সমস্যার কথা জানান। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।
ইসি রাশেদা সুলতানা প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা বলছেন ভোটাররা আতঙ্কিত। আমি বলব, আপনারা এমন কিছু করবেন না যাতে ভোটাররা আতঙ্কিত হন। ভোটাররা কেন্দ্রে কেন আসেন না, সেটি প্রার্থীদেরকেই দেখতে হবে। এজন্য নিজেদের মধ্যে কোন্দল আর কাদা ছোঁড়াছুড়ি না করে ভোটারদের কাছে যান। তাদের কাছে গিয়ে ভোট চান। কারণ আপনাদের মূল লক্ষ্য হবে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটারদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা। নির্বাচন কমিশন স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে, এটা আমাদের অঙ্গীকার।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক পারভেজ রায়হান, পুলিশের রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি ফয়সল মাহমুদ, রাজশাহী রিজিওনাল নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, বগুড়ার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্ত্তী, ১৬ বিজিবি নওগাঁর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান, বগুড়া জেলার সিনিয়র নির্বাচন অফিসার মাহমুদ হাসান।
এসময় গোয়েন্দা বিভাগ, র্যাব, আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট উপজেলার ইউএনও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং প্রার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন