লন্ডন ব্যুরো

প্রকাশিত: ৩ মে, ২০২৪, ০৮:২৮ পিএম

অনলাইন সংস্করণ

ফটিকছড়ি কমিউনিটি ইউকের উদ্যোগে দোয়া মাহফিল

ছবি: রূপালী বাংলাদেশ

ফটিকছড়ির কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, ফটিকছড়ি রোসাংগিরী ইউনিয়নের ঐতিহ্যবাহী সোবহান মোল্লার বাড়ী নিবাসী, লন্ডন প্রবাসী, ফটিকছড়ি কমিউনিটি ইউকের সেক্রেটারী জেনারেল মোঃ ইব্রাহিম জাহানের মায়ের মৃত্যুতে দোয়া মাফফিলের আয়োজন করছেন "ফটিকছড়ি কমিউনিটি ইউকে"। 

বৃহস্পতিবার (২ মে) বাদ আসর ইব্রাহিম জাহানের লন্ডনস্থ নিজ বাসভবনে এই দোয়া অনুষ্ঠিত হয়।

এ সময় সলিসিটর মোঃ জাগীর আলম, ইসহাক চৌধুরী, আখতারুল আলম, মোঃ মাসুদুর রহমান, মোঃ ইব্রাহিম জাহান, শেখ মোহাম্মদ নাসের, মোহাম্মদ ইয়াকুব চৌধুরী, জয়নাল আবেদীন, জাহিদুল আলম মাসুদ, ইয়াসিন আলতাফ পারভেস, সৈয়দ রাসেল, এমদাদ হোসেন, আজমল করিম জুয়েল, কামাল হোসেন, মোঃ আবু ফারাহ মনিরী, আলমগীর সওদাগরসহ, ফটিকছড়ি কমিউনিটি ইউকের নেতৃবৃন্দ, মরহুমার  আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন লন্ডন কমিউনিটির পরিচিত মূখ জাহেদুল আলম মাসুদ।

মো মাসুদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মিলান কেন্দ্রীয় জামে মসজিদের প্রধান খতিব আলহাজ্ব মাওলানা জোনাইদ সোবহান।

দোয়া মাহফিলে মরহুমা হালিমা খাতুনের রুহের মাগফিরাত কামনা দোয়া ও শোক প্রকাশ করেন উপস্থিত কমিউনিটির নেতৃবৃন্দ।

দোয়া মাহফিল উপস্থিতি সকলের প্রতি পরিবারের পক্ষ হতে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তার ছোট ছেলে লন্ডন প্রবাসী মো ইব্রাহিম জাহান।

উল্লেখ্য, মরহুমা হালিমা খাতুন গত ৯ এপ্রিল বিকেল ৩.৫০ মিনিটের সময় রোসাংগিরী ইউনিয়নের ঐতিহ্যবাহী সোবহান মোল্লার বাড়ীর নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৪ বছর।তিনি দুই ছেলে, দুই মেয়ে ও বহু আত্মীয়-স্বজন রেখে যান।

মন্তব্য করুন