বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৪, ০২:৩১ পিএম

অনলাইন সংস্করণ

ফেরদৌস ওয়াহিদের 'জীবন গল্প' গানে সুর দিলেন পিজিত

ফেরদৌস ওয়াহিদ ও পিজিত মহাজন

পিজিত মহাজনের সুরে আগামী ২৪ মার্চ প্রকাশিত হতে যাচ্ছে ফেরদৌস ওয়াহিদের নতুন মৌলিক গান ‘জীবন গল্প’। সুর দেওয়ার পাশাপাশি এই গানের সুন্দর একটি মিউজিক ভিডিও বানিয়েছে পিজিত। শেখ নজরুলের কথায় গানটি এইচ এম ভয়েসে প্রকাশিত হবে ।

‘জীবন গল্প’ নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘ ২৬ মার্চ আমার জন্মদিন উপলক্ষ্যে গানটি করা হয়েছে। এই গানে আমার ক্যারিয়ারের অন্য সব গান থেকে আলাদা ভাবে পাবেন আপনারা। পিজিত আমার খুব স্নেহের, ও এতো সুন্দর সুর বেঁধেছে সে এই গানে না গেয়ে পারলাম না। পুরো প্রজেক্ট নিয়ে পিজিতের পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। সুস্থ গানের সাথে থাকুন। 'জীবন গল্প' শুনবেন আশা করি ভালো লাগবে,এ গান অনেকে নিজের জীবনের গল্প খুঁজে পাবেন।

পিজিতের সাথে আমার 'সহেনা তোমার কান্না, যদি আবার ফিরে আসি' দুটি গান আসন্ন।

‘জীবন গল্প’ নিয়ে পিজিত জানান, ‘আমার এক যুগের স্টেজ ক্যারিয়ার এ স্যারের গান অসংখ্যবার গেয়েছি, চট্টগ্রাম থেকে ঢাকায় মুভ করার পর প্রথম ইচ্ছে ছিল স্যারের সাথে কাজ হবে।

স্যার আমার গান, আমার কাজ পছন্দ করে এটা আমার পরম পাওয়া। জীবন গল্পে স্যারকে ভিন্নভাবে পাবেন। আশা করি সবার ভারো লাগবে।

মন্তব্য করুন