
প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৪, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতা-নাশকতার সময় রাত এবং দিনে রাজধানীর আকাশে হেলিকপ্টার টহল দিতে দেখা যায়। পরিস্থিতি শান্ত হয়ে এলে কমে আসে টহল। আবার আজ সোমবার (২৯ জুলাই) আবার ঢাকার আকাশে র্যাবের হেলিকপ্টার টহল চোখে পড়ে।
কারণ হিসাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস বলেন, নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে র্যাবের হেলিকপ্টার রাজধানীতে উড়ে। তাছাড়া প্রশিক্ষণের অংশ হিসেবেও হেলিকপ্টার ওড়ে রাজধানীর আকাশে।
আকাশ পথে র্যাবের হেলিকপ্টার টহল ও উদ্ধারসহ নানা কার্যক্রমের ভিডিও চিত্র র্যাবের পক্ষ থেকে ধারণ করা হয়েছে। এরই মধ্যে এগুলো ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, র্যাবের ওয়েবসাইট ও বিভিন্ন গণমাধ্যমে প্রচার করা হয়েছে।
আরবি/এস
মন্তব্য করুন