
প্রকাশিত: ১০ জুন, ২০২৪, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
বলিউড অভিনেত্রী নূর মালবিকা দাসের পচাগলা মরদেহ উদ্ধার হয়েছে মুম্বাইয়ে একটি ফ্ল্যাট থেকে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, নূর মালবিকার প্রতিবেশীরা ফ্ল্য়াট থেকে পচা গন্ধ পান। এরপরই পুলিশকে খবর দেওয়া হলে, আজ (১০ জুন) সকালে ফ্ল্যাটের দরজা ভেঙে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক সপ্তাহ আগেই অভিনেত্রীর মৃত্যু হয়েছে। আত্মহত্যা করেছেন তিনি। বাসা থেকে মোবাইল ফোন ও ডায়েরি উদ্ধার করেছে পুলিশ।
তাঁদের প্রাথমিক অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন মালবিকা। তার জেরেই আত্মহত্যা। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলেই উন্মোচন হবে এই ঘটনার রহস্য।
প্রসঙ্গত, বিমানবালা হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন মালবিকা দাস। বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন। দু-একটি বলিউড ছবিতে পার্শ্ব চরিত্রে দেখা গেছে তাকে। তবে অভিনেত্রী নজর কাড়েন নেটফ্লিক্সের ‘দ্য ট্রায়াল’ সিরিজে।
মন্তব্য করুন