বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৪, ১১:৪৭ পিএম

অনলাইন সংস্করণ

বগুড়ায় চাতাল ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাই, একজন গ্রেপ্তার

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘি উপজেলার এক চাতাল ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাই মামলায় আব্দুল মমিন (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার কোমারপুর গ্রামের মো. বক্সের ছেলে। 

সোমবার (১৫ এপ্রিল) ওই ব্যক্তিকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়। আব্দুল মমিন ডহরপুর গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করে। এর আগে আদমদীঘির বাজার ব্রিজ সংলগ্ন কলেজ গেট এলাকার একটি হোটেলের সামনে চাতাল ব্যবসায়ী আব্দুস সাত্তারকে (৬০) মারপিটের ঘটনা ঘটে।

এ ঘটনায় রোববার (১৪ এপ্রিল) রাতে দুইজনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন আহত ব্যবসায়ীর ছেলে সজিব খান। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে কলেজ গেটের সামনে থেকে আব্দুল মমিনকে গ্রেপ্তার করে। 

এদিকে মামলার বাদী সজিব খান অভিযোগ করেন, তিনি নিরাপত্তা নিয়ে শঙ্কিত। মামলার এক আসামী গ্রেপ্তার হওয়ার পর পলাতক আসামী ও তার লোকজন হুমকিসহ মামলা তুলে নিতে চাপ দিচ্ছে। 

আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী জানান, মামলায় একজনকে গ্রেপ্তার করে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীকে গ্রেপ্তার প্রচেষ্টা অব্যাহত আছে। 

পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের দারীকুড়ি (কালাইকুড়ি) গ্রামের আব্দুস সাত্তার একটি চাতাল ভাড়া নিয়ে ধান-চালের ব্যবসা করে আসছেন। সম্প্রতি তার কাছ থেকে ২০ কেজি চাল ও দুই হাজার টাকা ধার নেয় সাগরপুর গ্রামের আবুল বাসারের ছেলে নয়ন আহমেদ (২৮)। চাল ও টাকা পরিশোধ না করায় গত ১০ এপ্রিল কলেজ গেটের সামনে নয়নের কাছে যান চাতাল ব্যবসায়ী। ধার পাওনা কেন্দ্র করে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়৷ একপর্যায়ে ব্যবসায়ীকে মারপিট করে নয়ন ও তার সহকর্মী মমিন। 

মামলার বিবরণে বলা হয়, মারপিটের সময় তারা ব্যবসায়ীর কাছে থাকা নগদ ৫১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় আব্দুস সাত্তারকে স্থানীয়রা উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করে। তিনি সেখানে চিকিৎসাধিন আছেন। 

মামলার তদন্তকারি কর্মকর্তা থানার উপ-পরিদর্শক তারেক রহমান এ তথ্য নিশ্চিত করেন। 

 

মন্তব্য করুন