
প্রকাশিত: ২৯ মে, ২০২৪, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ায় তৃতীয় ধাপে শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে পাশের পুকুরের পানিতে ডুবে আজমাইন (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সে শাজাহানপুর উপজেলার মানিকদিপা পুর্বপাড়া এলাকার আব্দুল মমিনের একমাত্র পুত্র।
বুধবার (২৯ মে) বিকেল সাড়ে তিনটার দিকে মানিকদিপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশের পুকুর থেকে আজমাইনের লাশ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে দুপুর ১২টার দিকে বাড়ি থেকে শিশু আজমাইন ভোট কেন্দ্রে বেড়াতে যায়। এরপর থেকে শিশু নিখোঁজ হয়।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যুর খবর জেনেছি। ভোট দেখতে গিয়ে পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে কিনা সঠিক বলা যাচ্ছে না। তবে ভোট কেন্দ্রের পাশেই পুকুর। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন