
প্রকাশিত: ১১ মে, ২০২৪, ০৮:৫৬ পিএম
অনলাইন সংস্করণ
বগুড়ায় দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে এক তরুণী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আফসানা আক্তার (২২) বগুড়া শহরের সুলতানগঞ্জ এলাকার বাসিন্দা। সে সরকারি আজিজুল হক কলেজের ফিন্যান্স ও ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
শনিবার (১১ মে) দুপুরে বগুড়া সদরের পীরগাছা-মহাস্থান সড়কে দুর্ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল চালক তাওসিফ হোসেন (২২) সোনাতলা উপজেলার মাস্টারপাড়ার ইকবাল রাজ্জাক সিদ্দিকের ছেলে। নিহত তরুণীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।
জানা গেছে, আফসানা ও তার বন্ধু তাওসিফ মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পীরগাছা বন্দর থেকে মহাস্থানের দিকে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তাওসিফ। পথিমধ্যে দোবাড়িয়া গ্রামের সুরখোলা ব্রিজ এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই তরুণী আফসানা নিহত ও তাওসিফ আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেল চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক রনি কুমার দাস এসব তথ্য নিশ্চিত করে জানান, ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। আহত তাওসিফকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন