নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪, ০৮:২৭ পিএম

অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে: জনপ্রশাসনমন্ত্রী

ছবি: রূপালী বাংলাদেশ

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধুর নীতি ও আদর্শের ভিত্তিতে স্মার্ট সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলার জন্য সোনার মানুষ প্রয়োজন। সেই সোনার মানুষ হতে হলে আমাদের বঙ্গবন্ধুর নীতি ও আদর্শগুলো হৃদয়ে ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ সম্পর্কে জানার জন্য চর্চা করতে হবে।

তিনি বলেন, বহু ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। ত্রিশ লক্ষ শহিদ যে জন্য আত্মত্যাগ করেছেন, তাকে সফল করতে হলে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা বুকে ধারণ করতে হবে। দেশপ্রেম
নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে এগিয়ে যেতে হবে।

বঙ্গবন্ধু ও বাংলাদেশের অগ্রগমন অভিন্ন উল্লেখ করে মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে সমৃদ্ধ বাংলাদেশের অভীষ্ট লক্ষ্য অর্জন সম্ভব নয়। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে তাঁর কন্যা জননেত্রী শেখ হাসিনা সকল প্রতিকূলতা অতিক্রম করে গণতন্ত্রকে সমুন্নত করেছেন। আমাদেরকে উন্নয়নের একনিষ্ঠ কর্মী হয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।

মন্ত্রী আজ ১৭ মার্চ বিকালে কাকরাইলে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। আইডিইবি’র সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আজিজ তাহের খান।

মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। শুভেচ্ছা বক্তব্য রাখেন আইডিইবি’র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ খবির হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ কে এম আব্দুল মোতালেব।

মন্তব্য করুন