বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৪, ১০:২৬ পিএম

অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর রক্তঋণ জাতির পক্ষে শোধ করা সম্ভব নয়: এমপি তানসেন

ছবি: রূপালী বাংলাদেশ

রোববার (১৭ মার্চ) দুপুরে বগুড়ার নন্দীগ্রামে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়ােজিত আলােচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তানসেন এমপি উপরােক্ত কথাগুলো বলেন। 

এর আগে সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযােদ্ধা সংসদ, আওয়ামী লীগ, পুলিশ প্রশাসন ও পৌরসভা। 

এরপর পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়ােজিত সভায় উপজেলা নির্বাহী অফিসার মাে. হুমায়ুন কবিরের সভাপতিত্ব বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কল) মাে. ওমর আলী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, থানার ওসি আজমগীর হােসাইন আজম। 

উপস্থিত ছিলন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গাজিউল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রাণী রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, নন্দীগ্রাম উপজলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম দয়া, পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, বীর মুক্তিযােদ্ধা মাসলেম উদ্দিন, শফিউল আলম ছবি প্রমুখ।

সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন