
প্রকাশিত: ৭ মে, ২০২৪, ০১:০৫ পিএম
অনলাইন সংস্করণ
পদ্মা সেতুর মাওয়া টোলপ্লাজায় বজ্রপাতে কারিগরি ত্রুটিতে টোল আদায়ে বিঘ্ন সৃষ্টি হয়েছে। টোলস্কেলে বিদ্যুৎ না থাকায় মাওয়া প্রান্তে টোল দেওয়ার অপেক্ষায় রয়েছে বহু গাড়ি। এতে প্রায় তিন কিলোমিটার যানজট সৃষ্টি হয়।
মঙ্গলবার (৭ মে) সকালে দেখা যায়, সেতুর সেতু পাড়ি দেওয়ার অপেক্ষায় শত শত যানবাহন। সবচেয়ে বেশি যানবাহন ছিল ট্রাক লেনে।
কারিগরি ত্রুটির বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতু সাইট অফিসের অতিরিক্ত পরিচালক মো. আমিরুল হায়দার চৌধুরী জানান, রাত ৩টা থেকে ৪টার দিকে বজ্রপাত হয়। এতে টোলস্কেলে মাদারবোর্ডে সমস্যা হয়েছিল। তবে সকালে সেটি ঠিক করা হয়েছে। ট্রাক লেনে কিছুটা চাপ ছিল। এটি বড় ধরণের কোনো বিষয় নয়। বজ্রপাতে ইলেকট্রিক শর্টসার্কিটের বিষয়।
মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ জিয়াউল হায়দার জানান, সকালের দিকে টোলস্কেলে সাময়িক সমস্যা দেখা দেয়। এতে গাড়ি এসে জমতে থাকে টোলপ্লাজার সামনে। এক থেকে দেড় ঘণ্টার মতো যানজট ছিল। তবে বেলা সাড়ে ১০টার দিকে টোল আদায় শুরু হওয়ায় এখন সড়কের চিত্র স্বাভাবিক।
মন্তব্য করুন