
প্রকাশিত: ২৪ মার্চ, ২০২৪, ০৪:৪৩ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন লেগেছে। রোববার বিকেল পৌনে ৪টার দিকে কড়াইল বস্তির পাশে টিআ্যান্ডটি বয়েজ স্কুল রোডের ওই বস্তিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন।
গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আগুনের ঘটনা ঘটছে।
রোববার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে আগুন লেগে শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়। এর আগে রাজধানীর ডেমরা, পুরান ঢাকা, গুলশানসহ বেশ কয়েকটি স্থানে আগুনের ঘটনা ঘটে।
মন্তব্য করুন