রূপালী বিশ্ব

প্রকাশিত: ২৯ জুলাই, ২০২৪, ০৫:২০ পিএম

অনলাইন সংস্করণ

বন্যার্তদের উদ্ধারে সামরিক হেলিকপ্টার নিয়ে হাজির কিম

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ায় রেকর্ড ভাঙ্গা বৃষ্টি হচ্ছে। এই মাসের শুরুতে কায়েসোং সিটিতে একদিনে নজিরবিহীন ৪৬৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। চীনের সঙ্গে সীমান্তবর্তী উত্তর কোরিয়ার এই অঞ্চলে এ কারণে বন্যা দেখা দিয়েছে।  গত ২৯ বছরে উত্তর কোরিয়ায় এত বৃষ্টি হয়নি বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার আবহাওয়া বিভাগ।

এই বন্যায় আটকা পড়া ৫ হাজারের বেশি মানুষকে উদ্ধারে সামরিক হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। তাদের এই উদ্ধারকাজ তদারকি করেছেন দেশটির নেতা কিম জং উন। খবর আলজাজিরার। উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, রোববার (২৮ জুলাই) বন্যা কবলিত স্থানীয় বাসিন্দাদের সিনুইজু ও উইজু শহর থেকে সরিয়ে নেয়া হয়েছে। এই উদ্ধারকাজ নেতা কিম জং উন তদারকি করেছেন।


কিমের এমন কার্যক্রমের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে কেসিএনএ। ছবিতে দেখা যায়, সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উইন্ডসেপ্ট এয়ারফিল্ডে অবস্থান করছেন কিম। পাশেই বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার রাখা। এ ছাড়া আরেকটি ছবিতে তাকে কালো গাড়িতে করে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে দেখা গেছে। উদ্ধারকাজে ১০টি হেলিকপ্টারের পাশাপাশি নৌবাহিনী ও সরকারি নৌযান ব্যবহার করা হয়েছে।

বার্তা সংস্থাটি বলছে, শনিবার (২৭ জুলাই) উত্তর কোরিয়া-চীনা সীমান্তে ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানি নদী উপচে বিপজ্জনক সীমা অতিক্রম করে। এর জেরে সেখানে গুরুতর সংকট তৈরি হয়। তবে এই বন্যায় কতজন হতাহত বা কতটা ক্ষয়ক্ষতি হলো সেটা জানায়নি কেসিএনএ।

মন্তব্য করুন