আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

প্রকাশিত: ২১ জুন, ২০২৪, ০৪:৫৬ পিএম

অনলাইন সংস্করণ

বরিশালে জালসহ ট্রলার জব্দ

ছবি: রূপালী বাংলাদেশ

বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে অবৈধ জালসহ ট্রলার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশের সদস্যরা যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। 

মুলাদী উপজেলার অতিরিক্ত দায়িতপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, অভিযানে ১টি বিশাল মশারী জালের সাবার ট্রলারসহ জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল মোবাইল কোর্ট চালিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে  এবং ট্রলার পরবর্তীতে নিলামে বিক্রি করা হবে। মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিজাম উদ্দিন।

মন্তব্য করুন