
প্রকাশিত: ১৫ মে, ২০২৪, ০৮:১১ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর বসুন্ধরা সিটিতে গতকাল বুধবার থেকে শুরু হয়েছে মাসব্যাপী ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টসের ব্রান্ডিং ও বিপণন মেলা। চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টসের মালিকানাধীন কক্সবাজারের কলাতলীর মনোরম পরিবেশে নির্মাণাধীন পাঁচ তারকা হোটেল ‘ইডেন বে’কে ব্যাপক মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি বিপণনের ব্যবস্থা করাই মূলত: চলমান এ মেলার লক্ষ্য। সূচনা দিনেই আজ মেলায় মানুষের আনাগোনা এবং জানার আগ্রহ ছিল লক্ষণীয়। আয়োজকরা আশা করছেন, মানুষের আগ্রহের মাত্রা আরও বাড়বে এবং মেলা আয়োজনের উদ্দেশ্য কাঙ্খিত লক্ষ্যমাত্রায় পৌঁছুবে।
ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিক্রয় ও বিপণন বিভাগের জ্যৈষ্ঠ নির্বাহী হালিমা আক্তার রূপালী বাংলাদেশকে বলেন, মেলা থেকে আমরা কক্সবাজারের আন্তর্জাতিকমানের পাঁচ তারকা হোটেল ‘ইডেন বে’র বেশ কিচু শেয়ার বিক্রি করছি। মেলা চলাকালীন সময়ে আকর্ষনীয় মূল্য ছাড়ের পাশাপাশি সাফকবলা দলিল রেজিস্ট্রিরও ব্যবস্থা থাকছে। এ শেয়ার যারা ক্রয় করবেন ১৫ থেকে ২০ পার্সেন্ট লভ্যাংশ লাভের পাশাপাশি বৎসরে ২ রাত ৩ দিন ফ্রি থাকার সুযোগ পাবেন। তিনি জানান, সাফকবলা দলিল রেজিস্ট্রির মাধ্যমে মালিকানা লাভের পর যে কেউ ইচ্ছে করলে যেকোনো সময় পুন:বিক্রি করতে পারবেন।
হালিমা আরও বলেন, আমাদের হোটেলটি আন্তর্জাতিক হোটেল চেইন দ্বারা পরিচালিত হওয়ায় একজন ক্রেতা তাদের কাছ থেকে একটি ‘রিওয়ার্ড কার্ড’ পাবেন এবং আন্তর্জাতিক সুবিধাদি প্রাপ্য হবেন।
ভাইয়া গ্রুপের সম্পত্তি পরামর্শক মো: আরিফুর রহমান মিতুল বলেন, আমাদের হোটেল ‘ইডেন বে’র শেয়ার ক্রয়ের মাধ্যমে একজন ক্রেতা এটিকে একটি দ্বিতীয় আয়ের উৎস হিসাবে গ্রহণ করতে পারেন। তিনি আশা প্রকাশ করেন, সবাই সবান্ধব মেলায় আসবেন এবং তাদের আকর্ষনীয় অফারের সুযোগ গ্রহণ করে জীবনের রঙ বদলে দেবেন।
মন্তব্য করুন