রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪, ০১:১৩ পিএম

অনলাইন সংস্করণ

বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদের আয়োজনে মৌসুমী ফল উৎসব

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কালচারাল কল্যাণ পরিষদের আয়োজনে আলোচনা সভা ও মৌসুমী ফল উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই শুক্রবার বিকেলে রাজধানীর ডেমরায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের সহ-সভাপতি ও এশিয়ান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মোঃ সাজ্জাদ হোসেন খান সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন এবং শহীদ বুদ্ধিজীবী সন্তান এ বি এম সোহেল রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবু সায়েম লিটন (প্রবাসী), প্রতিষ্ঠাতা পরিচালক তাহেরা খাতুন,আইন বিষয়ক সম্পাদক এডঃ এরশাদুল কাওসার, মিডিয়া বিষয়ক সম্পাদক তানভীর আহমেদ, সহ প্রচার সম্পাদক  মতিউর রাহমানসহ প্রচার সম্পাদক হোসনে আরা খান শিখা, ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন মোল্লা,উপদেষ্টা সাহারা খাতুন, মুসলেম উদ্দিন, আব্দুল সালাম মনু, সংগঠক আর মুজিব, হাসান শাহরিয়ার, সদস্য লিজা আহাম্মদ প্রমুখ।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাধারণ সম্পাদক  মুহাম্মদ  আবু তাহের।

মন্তব্য করুন