
প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৪, ০৪:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শিমুল হলে অনুষ্ঠিত বৈঠক শেষে দুই দেশের মধ্যে তিনটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ ছাড়া একটি সমঝোতা নবায়ন হয়েছে।
প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৫ মার্চ) দুপুর একটার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এলে ভুটানের রাজাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন শেখ হাসিনা ও জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। পরে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক শেষে তিনটি সমঝোতা স্মারক সই হয়। এছাড়া একটি সমঝোতা নবায়ন হয়।
মন্তব্য করুন