বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মে, ২০২৪, ০৮:১২ পিএম

অনলাইন সংস্করণ

বিবিসি ওয়ার্ল্ডে আসিফ আকবর

বাংলা-ইংরেজী মিলিয়ে দিলেন ককটেল ইন্টারভিউ

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলা সঙ্গীতের যুবরাজ আসিফ আকবর। বর্তমানে অবস্থান করছেন লন্ডলে। সেখানে একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি।

ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সে এক জাঁকজমক অনুষ্ঠানে উপমহাদেশের কিংবদন্তি কন্ঠশিল্পী অনুরাধা পাড়োয়ালের সঙ্গে তার গাওয়া দ্বৈত গান ‘চিরদিনের জীবনসঙ্গিনী  অবমুক্ত করা হয় গত ১৫ মে। এগুলো পুরানো খবর।

নতুন খবর হলো, বাংলা গানের এই যুবরাজ এবার অতিথি হয়ে গেলেন বিবিসি ওয়ার্ল্ডের লন্ডন হেড কোয়ার্টারে। অনুষ্ঠানের নাম 'দ্যা নাদিয়া আলী শো'। বিষয়টি নিশ্চিত করেছেন আসিফ আকবর নিজেই।

নিজের ভেরিফায়েড ফেসবুক হ্যান্ডেলে আসিফ আকবর লিখেন ‌'BBC World - শৈশবে তিন ব্যান্ডের রেডিও টিউন করে আব্বাকে খবর শোনাতাম। আজকে গেলাম BBC World এর লন্ডন হেডকোয়ার্টারে, এটেন্ড করেছি দ্য নাদিয়া আলী শোতে’। 

নাদিয়া আলী বাংলাদেশের মেয়ে। বিবিসিতে কাজ করা একমাত্র বাংলাদেশী। আমাদের গর্ব। বাংলা-ইংরেজি মিলিয়ে ককটেল ইন্টারভিউ দিলাম। বিবিসিতে সময়টা ছিল বেশ উপভোগ্য।

থ্যাংকস রাজা/রুবাইয়াত।

ভালবাসা অবিরাম

মন্তব্য করুন