বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: ২১ মে, ২০২৪, ১১:২৭ পিএম

অনলাইন সংস্করণ

বাগমারায় চেয়ারম্যান সান্টু, কহিনুর ও শহিদ নির্বাচিত

ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন জাকিরুল ইসলাম সান্টু (ঘোড়া) প্রাপ্ত ভোট- ৪৭৩২২। 

নিকটতম আব্দুর রাজ্জাক বাবু (আনারস) প্রাপ্ত ভোট সংখ্যা ৪৩২১। 

৩য় হয়েছেন নাসিমা আক্তার প্রাপ্ত ভোট সংখ্যা ২,২৬৪। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ০৩ জন প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন কহিনুর বানু (কলস), প্রাপ্ত ভোট সংখ্যা ৪২,১২৩। 

নিকটতম প্রার্থী মমতাজ আক্তার বেবি (প্রজাপতি) প্রাপ্ত ভোট ৫,৩৭৭ টি। 

৩য় হয়েছেন শাহিনুর খাতুন (ফুটবল) প্রাপ্ত ভোট সংখ্যা ৪,৬৯২ টি। 

অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন শহিদুল ইসলাম শহিদ। 

ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাগমারা উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম। 

উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ১২২ টি   কেন্দ্রে  মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯৭৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৫৬ হাজার ৫৮২ এবং মহিলা ভোটার সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৩৮৯ জন। এর মধ্যে ৩ জন রয়েছে তৃতীয় লিঙ্গের।

মন্তব্য করুন