
প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহীর বাগমারায় প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে স্কুলের গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে ৩নং দ্বীপপুর ইউনিয়নের মিরপুর হাইস্কুল সংলগ্ন সরকারি রাস্তার পাশে।
মিরপুর উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুস সাত্তার এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মকলেছুর রহমান দুলালের যোগসাজশে গাছগুলো বিক্রয়ের অভিযোগ উঠেছে।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্থানীয় বাসিন্দা মোফাজ্জল হোসাইন টুটুল লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ছায়া ও শোভা বর্ধনকারী গাছগুলো কেটে সাবাড় করায় স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দোষী ব্যক্তিদের শাস্তি দাবী করেন।
দ্বীপপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য হাসিনা বানু জানায়, গাছগুলি কেটে ফেলায় পরিবেশে বিরূপ প্রতিক্রিয়া এবং শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হবে।
ম্যানেজিং কমিটির সদস্য আফজাল হোসেন, আকবর আলী জানিয়েছেন স্কুলের গাছ বিক্রয় বা কর্তনে কোন রেজুলেশন হয় নাই । আমাদের কিছু জানানোও হয়নি। কাটা, অর্ধকাটা গাছের মূল্য প্রায় দুই লক্ষ টাকা।
এবিষয়ে মিরপুর উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আব্দুস সাত্তার রূপালী বাংলাদেশকে বলেন, গাছগুলো আমার স্কুলের। কার হুকুমে গাছ কাটা হয়েছে এমন প্রশ্নের জবাব দিতে পারেননি।
মেহগনি গাছ কর্তন বিষয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ রয়েছে ।
শুক্রবার সরজমিন উপস্থিত হলে, থানার এস.আই নাজমুল হোসেনের তদারকিতে বিবাদমান কর্তনকৃত গাছ ও ডালপালা ভ্যানযোগে স্থানীয় মেম্বারদের জিম্মায় দেয়া হয়েছে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার মুঠোফোনে বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। গাছগুলো কে কেটেছে বা কে ক্ষতিগ্রস্থ হয়েছে তা সনাক্তের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন