
প্রকাশিত: ২১ মে, ২০২৪, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ
রাজশাহীর বাগমারায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ২য় ধাপের ভোটগ্রহণ কোন অপ্রতিকর ঘটনা ছাড়া শেষ হয়েছে । মঙ্গলবার (২১ মে) সকাল ৮ টায় শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জন জাকিরুল ইসলাম সান্টু (ঘোড়া), আব্দুর রাজ্জাক বাবু (আনারস), নাসিমা আক্তার (মোটরসাইকেল)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন জন কহিনুর বানু (কলস), মমতাজ আক্তার বেবি (প্রজাপতি), শাহিনুর খাতুন (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপর দিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় শহিদুল ইসলাম শহিদ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
বাগমারায় অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে । নিরুৎতাপ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল কম। লাইনে দাঁড়ানো কোন ভোটার চোখে পড়েনি। বাগমারায় কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি।
মন্তব্য করুন