বান্দরবান প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৪, ০২:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

বান্দরবানে গোলাগুলিতে নিহত কেএনএফ সদস্য মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

বান্দরবানে রুমায় সেনাবাহিনী অভিযানে গোলাগুলিতে নিহত কেএনএফ সদস্য লালরেন রোয়াত বমের (৩২) মরদেহকে উদ্ধার করে মর্গে আনা হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে রুমা থেকে বান্দরবান সদর হাসপাতালের ময়নাতদন্তের জন্য মরদেহটিকে মর্গে আনা হয়।

সোমবার (২২ এপ্রিল) রাতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত মাধ্যমে এসব তথ্য জানানো হয়। 

নিহত যুবক- রুমা সুংসাং পাড়া লাল থোয়াই ত্লেং বমের ছেলে। সে কেএনএফ সদস্য বলে জানা গেছে।

আইএসপিআর প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গতকাল (২২ এপ্রিল) রুমা দুর্গম এলাকায় মুনলাই পাড়ায় যৌথবাহিনী অভিযান চলাকালে কেএনএফের সাথে গোলাগুলি বিনিময় হয়। এসময় কেএনএফ এক সদস্য নিহত হয়।  উদ্ধার করা হয় গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম। 

মন্তব্য করুন