
প্রকাশিত: ১০ জুন, ২০২৪, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ
রংপুরের মিঠাপুকুরে বাবার বন্ধুর বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত বন্ধু শেরেন্দী চৌধুরী (৫৫) উপজেলার রানীপুকুর ইউনিয়নের নুরপুর গ্রামের মৃত আব্দুল হালিম চৌধুরীর ছেলে। ধর্ষণের শিকার কিশোরীর বাবা ও অভিযুক্ত শেরেন্দী চৌধুরী বাল্যবন্ধু। ভুক্তভোগী কিশোরীর পরিবারের আর্থিকভাবে অস্বচ্ছল হওয়ায় ওই কিশোরী লেখাপড়া করার পাশাপাশি একই গ্রামে বাবার বন্ধুর বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
ঘটনার দিন অভিযুক্ত ধর্ষকের বাড়িতে স্ত্রীসহ কেই না থাকায় ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। এ ঘটনায় সোমবার (১০ জুন) রাত ১০টার দিকে কিশোরীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা করেছেন।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুলছাত্রী হতদরিদ্র পরিবারের মেয়ে। লেখাপড়ার পাশাপাশি প্রতিবেশীর বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন। অভিযুক্ত শেরেন্দী চৌধুরী তার বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে ধষর্ণ করে বিষয়টি কাউকে না জানাতে চাপ দেন। কিন্তু ঘটনার প্রায় দু’মাস পর ওই কিশোরীর শারিরীক ও মানসিক পরিবর্তন দেখা দিলে গ্রামের প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে ওই কিশোরী তার মা-বাবার নিকট ঘটনার সবকিছু খুলে বলেন। পরে প্রেগন্যান্সি কিট দিয়ে পরীক্ষা করা হলে গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হয় কিশোরীর পরিবার।
বিষয়টি নিয়ে অভিযুক্ত শেরেন্দী চৌধুরীর সাথে কিশোরীর পরিবার যোগাযোগ করলে উল্টো তাদেরকেই নানাভাবে হুমকি দেওয়া হয়। পরে নিরুপায় হয়ে থানায় মামলা করেন কিশোরীর বাবা।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, অভিযোগের ভিত্তিতে ধর্ষণ মামলা হয়েছে। ভিকটিম তার বাবার সাথেই রয়েছে। আগামীকাল ডাক্তারী পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হবে। মামলার আসামী শেরেন্দী পলাতক রয়েছে।
তাকে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।
মন্তব্য করুন