
প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৪, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ
বৃহস্পতিবার (১৮ জুলাই) কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের কর্মসূচিকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা। দুপুর ১২টার দিকে ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে দুই শতাধিক বিএনপিপন্থি আইনজীবী এই বিক্ষোভ মিছিলে করেন।
বিক্ষোভ মিছিল ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু করে মহানগর দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ঘুরে আবারও ঢাকা আইনজীবী সমিতির নিচে গিয়ে শেষ হয়। এ সময় চলমান কোটা সংস্কার আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’কর্মসূচির সমর্থন জানিয়ে বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন আইনজীবীরা।
এদিকে, এরই ধারাবহিকতায় রাজধানীর বিভিন্ন গরুত্বপূর্ণ সড়ক দখলে নিয়েছে শিক্ষার্থীরা। পুলিশের-আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানে ধাওয়া-পাল্টা ধাওয়া সহ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি, ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে রাজধানী জুড়ে ।
মন্তব্য করুন