রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ১৭ জুলাই, ২০২৪, ০১:৩৮ এ এম

অনলাইন সংস্করণ

বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযান, আটক ৭

ছবি: রূপালী বাংলাদেশ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ৭ জনকে আটক করা হয়। 

মঙ্গলবার রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ডিবি পুলিশ দাবি করেছে, সাম্প্রতিক কোটা আন্দোলনে উস্কানিদাতারা আছে এমন অভিযোগ আসায় সেখানে অভিযান চালানো হয়েছে। তবে কে অভিযোগ করেছে তা জানায়নি পুলিশ। অভিযানের আগে বিএনপি কার্যালয়ের সামনের সড়কে যানচলাচল বন্ধ করে দেয় পুলিশ। কার্যালয়ের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সোয়া ১২ টার দিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদের নেতৃত্বে একটি টিম বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যায়। এসময় অফিসে তেমন কোন নেতা-কর্মী ছিলেন না। এসময় ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণসহ ৭ জনকে আটক করা হয়। তাদের রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। ডিবি দাবি করেছে, বিএনপির কার্যালয় থেকে বাঁশের লাঠি ও  ককটেল উদ্ধার করা হয়েছে। 

এ বিষয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন-অর-রশিদ সাংবাদিকদের জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিএনপির কার্যালয়ে অভিযান চালানো হয়েছে।

মন্তব্য করুন