
প্রকাশিত: ১৭ মে, ২০২৪, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থেকে ৯৮৯০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯ সদস্যরা। শুক্রবার সকালে উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, কালিসীমা চুল্লাবাড়ী এলাকার বাসিন্দা মোঃ আনোয়ার মিয়া (৪০)। শুক্রবার সন্ধ্যায় র্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়ন কালিসীমা গ্রামে অভিযান চালানো হয়। এসময় ৯৮৯০ পিস ইয়াবাসহ মোঃ আনোয়ার মিয়া নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য মামলা দায়ের করে জব্দকৃত আলামত বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরো জানান, মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব ৯ এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।
মন্তব্য করুন