
প্রকাশিত: ২২ মে, ২০২৪, ১১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতিতে প্রাণ ভয়ে পালিয়ে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আশ্রয় নিয়েছে একজন বিজিপি সদস্য ও গুলিবিদ্ধ একজন মিয়ানমার নাগরিক।
বুধবার ২২ মে দুপুরে রোহিঙ্গা ক্যাম্প-১১ তে আশ্রয় নেয়। ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা তাদের আটক করে ৮ এপিবিএন পুলিশের কাছে সোপর্দ করেন।
জানা গেছে, টেকনাফ সীমান্ত দিয়ে তারা বাংলাদেশেপালিয়ে আসে। সেখান থেকে উখিয়া উপজেলাস্থ ৮ এপিবিএন পুলিশ চেকপোস্ট পেরিয়ে মরাগাছতলা গেইট দিয়ে ক্যাম্পে প্রবেশ করে। দুপুর ১২ টার দিকে সাধারণ রোহিঙ্গারা তাদেরকে আটক করে।
পরবর্তীতে গুলিবিদ্ধ অবস্থায় আহত ব্যক্তিকে ক্যাম্প১১ এর বি/৫ ব্লকে আইআরসি হাসপাতালে ভর্তি করা হয়।
বিজিপি'র সদস্যকে ময়নারঘোনা ৮ এপিবিএন পুলিশের হেফাজতে রাখা হয়েছে। জি-৩ রাইফেলধারী বিজিপি সদস্য হলেন টংবাজার বুদিটংশীপ ব্যাটালিয়ন-৩ নং এর সৈনিক কেপিউ কাইন (১৯) ও মিয়ানমারের বুচিদং জেলার আলিয়ং গ্রামের ইউসুফ নবী (২০)।
৮ এপিবিএন পুলিশ জানিয়েছেন, আটক দুইজনকে ৮ এপিবিএন ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের ইন্সপেক্টর আব্দুর সামাদ এর নেতৃত্বে বাংলাদেশ বডার গার্ড (বিজিবি) এর কাছে হস্তান্তর করা হচ্ছে।
মন্তব্য করুন