বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৪, ০৯:২৯ পিএম

অনলাইন সংস্করণ

বিশ্বনাথ উপজেলা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

ছবি: রূপালী বাংলাদেশ

আসছে ৮ মে অনুষ্ঠিতব্য ‘৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সারাদেশের ন্যায় বিশ্বনাথ উপজেলার প্রার্থীদের মধ্যেও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় জেলা রিটার্নিং কর্মকর্তা মো: জিল্লুর রহমান প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।

চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আকদ্দুছ আলী (হেলিকপ্টার), উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য এডভোকেট গিয়াস উদ্দিন (আনারস), পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন (টেলিফোন), যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী এনামুল হক চৌধুরী (মটরসাইকেল), পৌর আ’লীগের সদস্য ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রোসন চেরাগ আলী (ঘোড়া), যুক্তরাজ্য যুবলীগের সহসভাপতি শামসাদুর রহমান রাহিন (শালিক), জেলা বিএনপির সাবেক নেতা, বহিষ্কার, সোহেল আহমদ চৌধুরী (কাপ-পিরিচ), উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গৌছ খান (কইমাছ), উপজেলা বিএনপির নেতা মোঃ সেবুল মিয়া (দোয়াত কলম), যুক্তরাজ্য বিএনপি নেতা সফিক মিয়া (উঠ)।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ (টিউবওয়েল), উপজেলা যুবলীগ নেতা ও ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট (মাইক), উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পু (টিয়া), উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওছার খান (তালা), খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুর রব সরকার (চশমা) এবং উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সদস্য ইসলাম উদ্দিন (বই)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুলিয়া বেগম (ফুটবল), আওয়ামী লীগ নেত্রী ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বার করিমা বেগম (কলস) এবং উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক বেগম স্বপ্না শাহীন (প্রজাপতি)।

প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৮ মে প্রথম দফায় অনুষ্ঠিত হবে।

বিশ্বনাথ উপজেলায় ১ লক্ষ ৮৮ হাজার ৩৭ জন (পুরুষ), ৯৭ হাজার ৬ জন (মহিলা) ভোটার সর্বমোট ৭৪টি ভোট কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করে আগামী ৫ বছরের জন্য নিজেদের পছন্দের প্রার্থীদেরকে ‘উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান’ পদে নির্বাচিত করবেন।

 

মন্তব্য করুন