
প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৪, ০৯:০৫ পিএম
অনলাইন সংস্করণ
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে কোথাও কোথাও ফোর-জি বিচ্ছিন্ন। আবার কোথাও কোথাও ইন্টারনেটে ধীরগতির অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। মোবাইল ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়ার কথাও জানিয়েছেন ব্যবহারকারী শিক্ষার্থীরা।
বিভিন্ন জায়গায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ চলছে। এর মধ্যে সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় ফোর-জি ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছিল না।
সূত্র জানিয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে মোবাইল অপারেটরদেরকে দেশের বড় পাবলিক বিশ্ববিদ্যলয়গুলোতে সন্ধ্যা ৭টা থেকে অনির্দষ্টকালের জন্য ফোর-জি সেবা বন্ধ রাখতে বলা হয়েছে।
দেশের ৯০ শতাংশের মতো মোবাইল ইন্টারনেট ব্যাবহারকারী ফোর-জি ইনটারনেট ব্যবহার করে থাকেন। এ বিষয়ে বিটিআরসির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
এদিকে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। কোথাও কোথাও এখনো সংঘর্ষ চলছে।
এসব সংঘর্ষে এখন পর্যন্ত ছয়জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুই ও রংপুরে একজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিক্ষার্থী, একজন পথচারী এবং বাকি একজনের পরিচয় এখনো জানা যায়নি।
মন্তব্য করুন