স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ২২ মার্চ, ২০২৪, ০৪:২১ পিএম

অনলাইন সংস্করণ

বুয়েটে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ স্বরূপকাঠির শিক্ষার্থী তাহসিন ও আলভি

তাহসিন ও আলভি। ছবি সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের প্রকাশিত ফলাফলে পিরোজপুর জেলার স্বরূপকাঠি নেছারাবাদ) উপজেলার ২ জন কৃতি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত ফলাফল অনুযায়ী এবারের ভর্তি পরীক্ষায় মেধাতালিকায় ৭৬৪ তম স্থান অর্জন করেছে তাহসিন মাহমুদ এবং ৮৪২ তম স্থান অর্জন করেছে মুসফিক আলভি। তাহসিন সিভিল ইঞ্জিনিয়ারিং এবং আলভি ক্যামিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে উত্তীর্ণ হয়েছে। তারা দুজনেই সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছেন।

তাহসিন মাহমুদ এর বাড়ি উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ২নং ওয়ার্ডের দক্ষিণ স্বরূপকাঠি গ্রামে। সে স্বরূপকাঠি শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো.মাহমুদুর রহমান খানের ছেলে। এক বোন ও এক ভাইয়ের মধ্যে সে ছোট। তার বড় বোন মেহরীন মাহমুদ শের ই বাংলা মেডিকেল কলেজ বরিশালের ৪র্থ বর্ষের ছাত্রী। তাহসিন সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে
এসএসসি এবং শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পাশ করে। আরেক শিক্ষার্থী মুশফিক আলভির বাড়ি উপজেলার সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের শর্ষিনা গ্রামে। আলভি ওই গ্রামের মরহুম আব্দুস সালামের ছেলে। আলভির বাবা সালাম পেশায় একজন সরকারি ব্যাংক কর্মকর্তা ছিলেন। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে আলভি সবার ছোট। তার বড় বোন শায়লা পারভীন একজন পর্বতারোহী।
তাহসিন সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করে।

এই দুই শিক্ষার্থীর এমন অর্জনে গর্বিত ও আনন্দিত তাদের শিক্ষক এবং অভিভাবকগণ। সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন তাদের অভিভাবকগণ । এদিকে স্বরূপকাঠি উপজেলার দুই কৃতি শিক্ষার্থী বুয়েটে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় উপজেলার সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার লোকজন সামাজিক যোগাযোগ
মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

মন্তব্য করুন