বেতাগী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৪, ০৫:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

বেতাগীতে মুদি দোকান থেকে টিসিবির পণ্য জব্দ

ছবি: রূপালী বাংলাদেশ

বেতাগীতে (বরগুনা) একটি মুদি দোকান থেকে টিসিবির পণ্য জব্দ করেন ইউএনও।গত শুক্রবার কিসমত ভোলাাথপুর এলাকা থেকে সোয়াবিন তেল, চাল, মুসরি ও সোলা এসব টিসিবির পণ্য জব্দ করেন। এ ঘটনায় ওই দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। 

জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে সাইদুল ইসলাম তোতার দোকানে অভিযান চালায়। এসময় কার্ডধারীদের অনুকূলে বরাদ্ধকৃত ১০ লিটার সোয়াবিন, ৫০ কেজি চাল, ২০ কেজি মুসরি ও ১০ কেজি সোলা জব্দ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মাছুম বিল্লাহ, ইউপি সদস্য তালুকদার মিলন, মিজানুর রহমান সুমন ও পলিশ সদস্যরা।

ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির খলিফা জানান, যতটুকু জানি টিসিবির এ মালমালগুলো কার্ডধারীদের দোকানে রেখে যাওয়া মালামাল। একটি মহল ষড়যন্ত্রমূলক প্রশাসনকে ভুল বুঝিয়ে এ কাজটি করিয়েছেন। 

সর্দার এন্টারপ্রাইজ (টিসিবির দায়িত্বরত ডিলার) তার প্রতিনিধি সজীব হোসেন জানান, কোন গাফেলতি নেই । প্রশাসনের দায়িত্বরত কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে সঠিকভাবেই মালামাল বিতরণ করেছি। 

মাহবুবুর রহমান জানান (ওসি), দোকানদারের বিরুদ্ধে মামলা রুজু করেন গ্রাম পুলিশ নজির হোসেন। ইউএনও ফারুক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালাই। অভিযানের সময় দোকানটি বন্ধ ছিলো। দোকান খুলে মালামাল টিসিবির পণ্য জব্ধ করা হয়।

মন্তব্য করুন