বেরোবি প্রতিনিধি

প্রকাশিত: ২৪ মে, ২০২৪, ০২:৫১ এ এম

অনলাইন সংস্করণ

বেরোবিতে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের পদত্যাগ

ছবি সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে রেজিস্ট্রার অফিস। ফলে আবারো অনিশ্চয়তায় পড়লো বিভাগটির কার্যক্রম।

দুই মাস বিভাগীয় প্রধান শুন্য থাকায় শিক্ষার্থীরা আন্দোলনে নামলে উদ্ভুত পরিস্থিতিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন ২০০৯ এর ১১(১১) ধারা অনুযায়ী উপাচার্যের নির্বাহী ক্ষমতাবলে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোরশেদকে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হয়েছিল। গত ১২ মে দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবার বিকেলে রেজিস্ট্রারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। 

এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিভাগীয় প্রধান নিয়োগের অভিযোগ উঠেছে। 

জানা গেছে, গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ নজরুল ইসলাম গত ১০ মার্চ২০২৪ তারিখে বিভাগীয় প্রধান হিসেবে তাঁর দায়িত্বের মেয়াদ শেষ করেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আইন ২০০৯ এর ধারা-২৮(৩) অনুযায়ী জ্যেষ্ঠতার ভিত্তিতে পালাক্রম অনুযায়ী 'বিভাগীয় প্রধান' হিসেবে দায়িত্ব পাওয়ার কথা বিভাগের অপর সহযোগী অধ্যাপক তাবিউর রহমান প্রধানের। কিন্তু তা না করে জ্যেষ্ঠতা নির্ধারণে আইনগত জটিলতা উল্লেখ করে সহকারী অধ্যাপক নিয়ামুন নাহারকে বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করে কর্তৃপক্ষ। নিয়ামুন নাহার উক্ত পদে যোগদান করতে অস্বীকৃতি জানালে দ্বিতীয়বার আইন লঙ্ঘন করে অপর জুনিয়র সহকারী অধ্যাপক সারোয়ার আহমাদকে নিয়োগ দেয়া হয়, তিনিও যোগদান করতে অপারগতা প্রকাশ করেন। এর পর আবারও আইন লঙ্ঘন করে অপর জুনিয়র সহকারী অধ্যাপক মোঃ রহমতুল্লাহ কে দায়িত্ব প্রদান করা হয়। তিনিও দায়িত্ব নিতে অস্বীকৃতি জানালে গত ১০ মার্চ থেকে প্রায় দুই মাস বিভাগীয় প্রধান শুন্য হয়ে থাকে বিভাগটি। 

এর ফলে বিভাগের সকল কার্যক্রমসহ ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় আইন অনুযায়ী বিভাগীয় প্রধানের দায়িত্ব নিয়োগের জন্য গত ৫ মে থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

দুই দিন প্রশাসন ভবন অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে উপাচার্য এক সপ্তাহের সময় নিয়ে উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য ডিনস্ কমিটির সভা করে নির্বাহী ক্ষমতাবলে গত ১০ মে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব দিয়েছিলেন যা ১২ মে থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে। কিন্তু এক সপ্তাহের মাথায় ব্যক্তিগত কারন দেখিয়ে তিনি পদত্যাগ করলেন। এ বিষয়ে গত দুই দিন ধরে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেন নি তিনি।

মন্তব্য করুন