
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ
ঝিনাইদহে জেলার শৈলকুপা উপজোলায় বৈশাখী উৎসবে কাদা খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে স্বাধীন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। গত রোববার (১৪ এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার দুধসর গ্রামে এ ঘটনাটি ঘটে। শৈলকূপার ভগবান নগর এলাকার সুনীলের ছেলে নিহত স্বাধীন।
স্থানীয়দের সাথে কথা বলে যানা যায়, পহেলা বৈশাখের দিন কাদা খেলা নিয়ে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর দুপক্ষের সংঘর্ষ হয়। তখন লাঠির আঘাতে এক যুবক আহত হন সে সময় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে তিনি মারা যান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে আছে। এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য করুন