ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে, ২০২৪, ০৩:২১ পিএম

অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ

ছবি: রূপালী বাংলাদেশ

”মাদককে না বলি সুস্থ সুন্দর জীবন গড়ি এই শ্লোগান’’কে সামনে রেখে যুব সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করতে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার উলচাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (১৮ মে) বিকাল সাড়ে ৫ টা থেকে ৬ টা পর্যন্ত উলচাপাড়া গ্রামের বিভিন্ন পয়েন্টে মাদক বিরুধী র‍্যালী নিয়ে মাদক বিরুধী সমাবেশে যোগদেন যুবকরা। পরে সন্ধ্যা ৭ টায় উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া যুব সমাজের আয়োজিত সমাবেশে আলহাজ্ব নুরুল ইসলামের সভাপতিত্বে মো: কামরুজ্জামান ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মিজানুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ১০ নং রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মশিউর রহমান সেলিম। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কামরুজ্জামান খোকন ও বিশিষ্ট সমাজ সেবক ও উলচাপাড়া বাজারের সেক্রেটারি মো: খলিলুর রহমান সহ উলচাপাড়া গ্রামের মুরুব্বিসহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

সমাবেশে প্রধান অতিথি মিজানুর রহমান বলেন, সারা বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ অগ্রগামী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে। যুব সমাজকে মাদকের বিরুদ্ধে সচেতন ও সতর্ক থাকতে হবে। উলচাপাড়া গ্রাম মাদক মুক্ত হবে। মাদক সেবন মুক্ত হবে, মাদক বিক্রি দমন করা হবে।তিনি আরো বলেন আজকের পর থেকে কেউ মাদক বিক্রি বা সেবন করে উলচাপাড়া গ্রামে এমন অভিযোগ প্রমাণসহ পেলে সাথে সাথে আইনের আওতায় আনা হবে। মাদকের সঙ্গে জরিত থাকা কাউকে ছাড় দেওয়া হবে না।

এর আগে ১০ নং রামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান সেলিম বলেন, উলচাপাড়া গ্রাম আদর্শ গ্রাম হিন্দু মুসলিমের গ্রাম এই গ্রামে মাদকাসক্ত বা মাদক বিক্রি কে কখনো সমর্থন করা হবে না। মাদক দমনের জন্য উলচাপাড়া প্রতিটি পাড়ায় পাড়ায় কমেটি গঠন করা হবে এবং রাত ১০ টার পর  অকারনে যে কেউ এলাকায় চলাফেরা করলে তার জবাবদিহিতা করতে হবে। পর্যায়ক্রমে উপস্থিত থাকা সকলের মাদক বিরুধী সমাবেশে বক্তব্য রাখেন। 

এর আগে উলচাপাড়া যুব সমাজের মো: জাহিন ও শেখ তারেকের পরিচালনায় উলচাপাড়া গ্রামের বিভিন্ন পাড়ায় মাদক বিরুধী র‍্যালী নিয়ে সারা গ্রামে পর্যবেক্ষণ করেন এবং মাদক নির্মুল ও দমনের বিভিন্ন সচেতনতা গ্রাম বাসির মাঝে তুলে ধরেন তারা।

 

মন্তব্য করুন