বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুন, ২০২৪, ১১:৩১ পিএম

অনলাইন সংস্করণ

বড়লেখায় এলজিইডি’র নারী কর্মীদের সঞ্চয়ের চেক প্রদান

ছবি: রূপালী বাংলাদেশ

বড়লেখায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির ১০০ নারী কর্মীর ৪ বছরের সঞ্চয়কৃত ১ কোটি ১৮ লাখ ৬শ’ টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে নারী কর্মীদের চেক ও সনদপত্র বিতরণ করেন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়ের সভাপতিত্বে ও এলজিইডির কমিউনিটি অর্গানাইজার মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আজির উদ্দিন, ইউএনও নাজরাতুন নাঈম, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আবিদুর রহমান, থানার ওসি সঞ্চয় চক্রবর্তী, দক্ষিণভাগ উল্টর ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন প্রমুখ।

মন্তব্য করুন