ইউএই ব্যুরো

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৪, ০২:৩০ পিএম

অনলাইন সংস্করণ

ভাইয়া গ্রুপের দুবাই অফিসে দোয়া ও ইফতার

ছবি: রূপালী বাংলাদেশ

বাংলাদেশের স্বনামধন্য ও সুপ্রতিষ্ঠিত শিল্প গ্রুপ ভাইয়া গ্রুপ এবং ভাইয়া হাউজিং লিমিটেডের দুবাই অফিসে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভাইয়া হাউজিংয়ের সম্মানিত প্লট হোল্ডার, শেয়ার হোল্ডার, শুভানুধ্যায়ী, এজেন্ট, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মানে ২৩ রমজান (০২ এপ্রিল) এ আয়োজন করা হয়।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ভাইয়া হাউজিংয়ের প্লট হোল্ডার, বিশিষ্ট ইসলামিক চিন্তাবীদ মাসুম বিল্লাহ আল আসাদ।

এরআগে তিনি, রমজান, লাইলাতুল ক্বদর ও ঈদুল ফিতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন। সেই সঙ্গে ভাইয়া হাউজিংয়ের কার্যক্রমের সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

ইফতার ও নামাজ শেষে ভাইয়া হাউজিংয়ের চলমান প্রোজেক্ট `বীরতারা সিটি' ও `টিউলিপ ভ্যালী'র প্লট হোল্ডারদের সঙ্গে দুবাই অফিসের কর্মকর্তাদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় তারা ভাইয়া হাউজিংয়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং নিজেদের মতামত তুলে ধরেন। 

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির কান্ট্রি ডাইরেক্টর মোহাম্মদ সজীব, অপারেশনাল ম্যানেজার সাইফুল ইসলাম, হেড অব মার্কেটিং অ্যান্ড প্রমোশন্স সাংবাদিক এসএম শাফায়েত, মার্কেটিং ম্যানেজার (অনলাইন) মোহাম্মদ জিসান, সেলস এক্সিকিউটিভ জেরিন খান, অফিস অ্যাসিসস্ট্যান্ট মোহাম্মদ মোস্তফা হোসেন প্রমুখ।  

মন্তব্য করুন