ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৪ মে, ২০২৪, ১১:০৭ পিএম

অনলাইন সংস্করণ

ভাঙ্গায় প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

ছবি: রূপালী বাংলাদেশ

৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল আনুমানিক ১০টায় ফরিদপুর জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

ভাঙ্গা উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্যের সত্যতা সত্যতা নিশ্চিত করা হয়।

চেয়ারম্যান পদে, স্থানীয় সাংসদ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম মেম্বার  মজিবুর রহমান চৌধুরী নিক্সন সমর্থক মো. কাওছার ভূঁইয়া পেয়েছেন- দোয়াত কলম, উপজেলা আ'লীগের ও কেন্দ্রীয় আ'লীগের  প্রেসিডিয়াম মেম্বার কাজী জাফর উল্লাহর সমর্থক মোখলেসুর রহমান সুমন পেয়েছেন-ঘোড়া মার্কা, স্বতন্ত্রপ্রার্থী হাইলাইট চক্ষু হাসপাতালের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম পেয়েছেন-মোটরসাইকেল, মাইনুল ইসলাম খান রিপন পেয়েছেন- কইমাছ, লোপা রহমান পেয়েছেন- আনারস প্রতীক।

ভাইস চেয়ারম্যান পদে-অব.প্রাপ্ত অধ্যক্ষ এবিএম ইব্রাহিম খলিল (উপজেলা আওয়ামী লীগ সমর্থিত) পেয়েছেন-টিউবওয়েল, মেহেদী পারভেজ চন্দন পেয়েছেন- টিয়া পাখি, আবুল ফয়সাল মোল্লা পেয়েছেন-চশমা, ফিরোজ হাওলাদার পিরু মিয়া পেয়েছেন-তালা, মিরাজ শিকদার পেয়েছেন-মাইক, গোলাম রাসেল রাতুল পেয়েছেন-উড়োজাহাজ।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে, মঞ্জুয়ারা ইয়াসমিন (এমপি সমর্থক) পেয়েছেন-ফুটবল, বেগম নুরুন্নাহার মায়া পেয়েছেন- হাঁস, সালমা বেগম পেয়েছেন- পদ্মফুল, সোনিয়া আক্তার পেয়েছেন- কলস প্রতীক। 

ভাঙ্গা উপজেলায় ৯৯টি কেন্দ্রে ৫৯৮টি বুথ থাকবে। মোট পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ২২ হাজার বারোটি, মহিলা ভোটার সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ২৩ টি, হিজলা ভোটার সংখ্যা তিনটি, মোট ভোটার সংখ্যা-২ লক্ষ ৩৬ হাজার ৩৮ টি। 

এদিকে প্রার্থীরা ভোটের মাঠে যার যার অবস্থান ধরে রাখতে গ্রামগঞ্জে, হাটবাজারে ও চায়ের দোকানে ভোটের জন্য চষে বেড়াচ্ছেন।

উল্লেখ্য, নির্বাচন অফিস সূত্রে জানা যায়, তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে- আগামী ২৯ মে, ভাঙ্গা উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ব্যালটের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

মন্তব্য করুন