
প্রকাশিত: ১৯ মে, ২০২৪, ০৩:৪৭ এ এম
অনলাইন সংস্করণ
জাতীয় সংসদ নির্বাচনকালীন সময় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর পাশে থেকে ভোটের মাঠের সকল তথ্য পাচার করার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী এমপি নিক্সন চৌধুরীর সাথে গোপনীয় আঁতাত এর অভিযোগ আনার পাশাপাশি ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গ নিয়ে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ফাঁস হয় ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজার বিরুদ্ধে।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় অধিষ্ঠিত থাকার পরও দলের গঠনতন্ত্র পরিপন্থী কাজের
সাথে জড়িত থাকার অভিযোগে আজ শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আওয়ামীগ ও তার অঙ্গসংগঠন ও ৩নং পৌর সভা আওয়ামী-লীগের উদ্যেগে উপজেলার কলেজ পাড় ডা. শওকত আলী ফকির সেতুর উপর আকরামুজ্জামান রাজার কুশপুত্তলিকা দাহ করার পাশাপাশি জুতা নিক্ষেপ করে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
এসময় উপস্থিত সকলে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হই হই রই রই রাজা শালা গেলো কই, রাজার দুই গালে জুতা মারো তালে তালে, ইত্যাদি শ্লোগান দেন।
আকরামুজ্জামান রাজার কুশপুত্তলিকা দাহ করার নেতৃত্ব দেন ভাঙ্গা সরকারি কে.এম কলেজের সাবেক ভিপি সাইফুল ইসলাম শওকত।
এসময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া অডিও ফাঁস ঘটনার একটা সঠিক তদন্তের দাবী জানিয়ে বলেন, যেদিন থেকে আকরামুজ্জামান রাজা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এরপর থেকে দলের জন্য নয় বিএনপি জামায়াত এর নেতা কর্মীদের সাথে আঁতাত করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর সরলতার সুযোগ নিয়ে দলীয় শৃঙ্খলা ভেঙ্গে যে অপরাধ করেছেন এবং অডিও কথোপকথন থেকে ভাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে যে ধরনের বক্তব্য ফাঁস করা হয়েছে এজন্য আকরামুজ্জামান রাজাকে দল থেকে বহিষ্কার করার জোর দাবী জানান তিনি।
উল্লেখ্য, গতশুক্রবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্যর কথোপকথন এর একটা অডিও ফাঁস করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তা মুহুর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে বিভিন্ন যোগাযোগ মাধ্যম। বিষয়টি নিয়ে চায়ের দোকান সহ বিভিন্ন মহলে আলোচনা- সমালোচনার ঝড় বইছে।
মন্তব্য করুন