
প্রকাশিত: ৪ জুন, ২০২৪, ০৪:০৪ পিএম
অনলাইন সংস্করণ
দীর্ঘ সাত বছর প্রবাস জীবন শেষে ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলযোগে বিয়ের উদ্দেশ্যে মেয়ে দেখে গোপালগঞ্জ থেকে বাড়ি আসার পথে প্রাণ হারালো দুই ভাই। নিহত দুই ভাইয়ের একজনের নাম মিঠুন মাতুব্বর (৩৪) ও অপর জনের নাম অন্তর মাতুব্বর (১৯)। এরা দু'জনেই উপজেলার আলগী ইউনিয়নের নোয়াকান্দা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে দুই ভাই মোটরসাইকেল যোগে-খুলনা গোপালগঞ্জ জেলার মহাসড়কের কাশিয়ানি থানাধীন হিরণ্যকান্দি (দক্ষিণ পাড়া) নামকস্থানে জামে মসজিদের সামনে মহাসড়কে পৌছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বামপার্শ্বের রেলিং এর সাথে স্বজোরে ধাক্কা মারে। এতে তারা মোটরসাইকেল হতে ছিটকে রাস্তার পাশে পড়ে গিয়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেলের পিছনের সিটে বসা মিঠুন মাতুব্বর (৩৪) কে মৃত ঘোষণা করেন এবং ছোট ভাই মোটর সাইকেলের চালক অন্তর মাতুব্বর (১৯) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। পরে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ সাত বছর প্রবাস জীবন শেষে বাড়িতে এসে ছোটভাইকে নিয়ে বিয়ের জন্য মেয়ে দেখতে তার এক আত্মীয় বাড়ি গোপালগঞ্জ যায়। সোমবার ভোর সাড়ে চারটার দিকে তাদের বাহন সুজুকি জিক্সার মোটর সাইকেল নিয়ে গোপালগঞ্জ থেকে নিজ বাড়ীতে আসার পথে ভোর আনুমানিক-সারে চারটার সময় গোপালগঞ্জের কাশিয়ানি থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি (দক্ষিণ পাড়া) নামকস্থানে জামে মসজিদের সামনে মহাসড়কের উপড়ে পৌছিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাম পার্শ্বে মোটরসাইকেলের রেলিং এর সাথে স্বজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল হইতে ছিটকে রাস্তার বামপার্শ্বে পড়ে তারা গুরুতর জখমপ্রাপ্ত হন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটর সাইকেলের পিছনের সিটে বসা মিঠুন মাতুব্বর (৩৪) কে মৃত ঘোষণা করেন এবং মোটর সাইকেলের চালক অন্তর মাতুব্বর (১৯) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করলে সোমবার দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । দূর্ঘটনা কবলিত গাড়ীটি থানা হেফাজতে আটক করে।
উল্লেখ্য যে, মৃত দুই সহোদরের আর কোনো ভাই নেই। এদিকে একই সাথে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন