ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে, ২০২৪, ০৩:৩১ পিএম

অনলাইন সংস্করণ

ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ চালু হবে অক্টোবরে: রেলমন্ত্রী

ছবি: রূপালী বাংলাদেশ

ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথ পূর্ণাঙ্গভাবে চালু হবে আগামী অক্টোবরে। ভাঙ্গা জংশন এর নির্মাণ কাজ শেষ হবে সেপ্টেম্বরে। রাজবাড়ী থেকে ভাঙ্গা হয়ে ঢাকা পর্যন্ত যে চন্দনা কমিউটার ট্রেন চলছে, তা ফরিদপুরে স্টপেজ দেওয়ার ব্যাপারে আন্দোলন চলছে। তাদের দাবী পূরণ করা হবে।

শনিবার (১৮ মে) সন্ধ্যায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার বামনকান্দা এলাকায় অবস্থিত ভাঙ্গা রেলওয়ে জংশনের নির্মাণ কাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ভাঙ্গা থেকে পটুয়াখালির পায়রা বন্দর পর্যন্ত রেল লাইনের নির্মাণ কাজ প্রসঙ্গে তিনি বলেন, আরেকবার এ লাইনের ফিজিবিলিটি পরীক্ষা করার পর শুরু হবে পরবর্তী ধাপ।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেল মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবির, রেলের মহাপরিচালক সরদার শাহাদাত ঢালী, প্রকল্প পরিচালক আফজাল হোসেন,  প্রজেক্ট ম্যানেজার ব্রিগেডিয়ার জেনারেল কবির হোসেন, ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি. এম কুদরত- এ খুদা সহ বাংলাদেশ সেনাবাহিনী, চায়না রেলওয়ে কোম্পানি সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ প্রমুখ। 

মন্তব্য করুন