পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ৪ জুন, ২০২৪, ০৭:১৫ পিএম

অনলাইন সংস্করণ

ভাণ্ডারিয়ায় নি:সন্তান বিধবা নারীর বসতঘর কেড়ে নিয়েছে রেমাল

ছবি: রূপালী বাংলাদেশ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে বিধবা নুরাবানু বেগমের ঘর বিধ্বস্ত হয়েছে। ফলে তার মাথা গোজার ঠাই নেই। এখন তিনি অন্যের ঘরে মানবেতর জীবন যাপন করছেন। নুরাবানু বেগম উপজেলা দক্ষিণ ভিটাবাড়ীয়া গ্রামের মৃত আঃ রশিদ হাওলাদারের স্ত্রী। মঙ্গলবার সকালে অসহায় বিধবা নারী কান্না জড়িত কন্ঠে জানান, তার কোন সন্তান নাই। সে একজন জনম দুঃখি মানুষ। স্থানীয়দেন সাহায্য সহযোগীতায় খেয়ে না খেয়ে বেচেঁ আছি। কিন্ত গেলো ঘূর্ণিঝড় রেমালে গভীর রাতে আমার সব শেষ। এক মাত্র মাথা গোজার ঠাই, ঘরটুকু ভেঙে গেছে।

তিনি আরো জানান, তার ঘরের পাশে মিজান আকনের একটি বড় রেইনট্রি গাছ তার ঘরের ওপর পড়ে তার স্বপ্নের ঘরটুকু সম্পূর্ণ তছনছ হয়ে গেলেও মিজান প্রভাবশালী হওয়ায় এখনো গাছটি কাটেনি। ফলে ঘরে থাকা আসবাপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এবং অধিকাংশ জিনিস পত্র
পানির স্রতে ভেসে যায়। বর্তমানে তিনি পাশের একটি ঘরের আশ্রয় নিয়েছে। সেখানে তিনি মানবেতর জীবন যাপন করছেন। সন্তানহারা বিধবা নুরাবানু উপজেলা চেয়ারম্যান মো: মিরাজুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন আরাফাত রানার কাছে এক খানা ঘর
বরাদ্দ দেয়া জন্য জোড় আকুতি জানান।

 

মন্তব্য করুন