রূপালী বিশ্ব

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৪, ০৫:৩১ পিএম

অনলাইন সংস্করণ

ভারতে উপনির্বাচন: পশ্চিমবঙ্গে ধাক্কা খেল বিজেপি

ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের পর উপনির্বাচনেও বড় ধাক্কা খেতে চলেছে বিজেপি।

আজ শনিবার দেশটির সাত রাজ্যের ১৩ আসনে উপনির্বাচনের ফল গণনা চলছে। এখনও পর্যন্ত ১১টি আসনেই এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পশ্চিমবঙ্গের চার আসনেই এগিয়ে রয়েছে তৃণমূল। ২০১১ সালে রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণে জিতেছিল বিজেপি। কিন্তু এবার এই তিন আসনেই বড় ব্যবধানে জিততে চলেছে তৃণমূল। আর মানিকতলা তৃণমূলের ছিল। শাসকদলেরই থাকছে। এরই মধ্যে রায়গঞ্জে জিতে গেছে তৃণমূলের কৃষ্ণ কল্যাণী।

উত্তরাখণ্ডে দুটি আসনেই পিছিয়ে শাসকদল বিজেপি। একটিতে এগিয়ে কংগ্রেস। অন্যটিতে বিএসপি। হিমাচল প্রদেশের তিন আসনের দুটিতেই এগিয়ে কংগ্রেস। একমাত্র হামিরপুরে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর এগিয়ে রয়েছেন দেহরা কেন্দ্রে। নালাগড়েও এগিয়ে রয়েছে কংগ্রেস।

মধ্যপ্রদেশের অমরওয়াড়া কেন্দ্রেও আপাতত এগিয়ে কংগ্রেস প্রার্থী। পাঞ্জাবের পশ্চিম জলন্ধর আসনে এরই মধ্যে আম আদমি পার্টির মোহিন্দার ভগত ৩০ হাজারের বেশি ভোটে জিতে গেছেন। বিহারের একটি কেন্দ্রে হয়েছে ভোট। সেখানে প্রত্যাশামতো এগিয়ে আছেন নীতীশ কুমারের দলের প্রার্থী।

যা পরিস্থিতি, লোকসভা ভোট ধাক্কা খাওয়ার পর উপনির্বাচনেও বড় ধাক্কা খেতে চলেছেন মোদি–শাহরা।

 

তথ্য: ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

মন্তব্য করুন