
প্রকাশিত: ১৮ মে, ২০২৪, ১২:০৬ এ এম
অনলাইন সংস্করণ
অনুমতিবিহীন শরণদর্থী ক্যাম্পের বাইরে এসে ভার্চুয়ালি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছিলো ৩২ রোহিঙ্গা।
আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেয়া ৩২ জন রোহিঙ্গা আটক করেছে কক্সবাজারের উখিয়া থানা পুলিশ।
তারা অর্থ সংগ্রহের জন্য উখিয়ার একটি ভাড়া বাসায় অনলাইনে রোহিঙ্গাদের সাথে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিচ্ছিল।
তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।
শুক্রবার (১৭ মে) বিকালে এই অভিযান চালায় পুলিশ।
জানা গেছে, আটক রোহিঙ্গারা শুক্রবার সকালে উখিয়ার একটি প্রতিষ্ঠান ভাড়া নিয়ে ‘এশিয়া প্যাসিফিক সামিট অফ রিফিউজিস’ শীর্ষক একটি আন্তর্জাতিক সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করে।
রোহিঙ্গাদের কাযর্ক্রম সন্দেহজনক হওয়ায় কৌশলে ওই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ পুলিশ অবগত করে।
অভিযানে ২টি ল্যাপটপ, ১ টি প্রজেক্টর, ৩২ টি মোবাইল ও সংঠনের বিভিন্ন ডকুমেন্টস জব্দ করা হয়েছে।
আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশে অবস্থানরত রোহিঙ্গাদের সাথে যোগসাজশ রক্ষা করে ক্যাম্পের অভ্যন্তরে নিয়োজিত বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম এবং তথ্য পাচারে এরা ভুমিকা পালন করে, এমন সন্দেহে তাদের আটক করা হয় বলে জানা গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শামীম হোসেন জানান, আটকরা বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন