
প্রকাশিত: ১২ জুন, ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ
ভালুকায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষ্যে ”স্মার্ট ভূমিসেবা, স্মার্ট’ নাগরিক প্রতিপাদ্যকে সামনে নিয়ে ভূমিসেবা বিষয়ক জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১২ জুন দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিস কার্যালয়ে ওই জনসচেনতা মূলক সভা অনুষ্ঠিত
হয়েছে।
সভায় জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবিব জিসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজীয়া।
এসময় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র ডা. একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান, মডেল থানার অফিসার ইনচার্জ মো: শাহ, কামাল আকন্দ, উপজেলা সাব-রেজিস্ট্রার আনোয়ারুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মকবোল হোসেন প্রমূখ।
ভূমিসেবা বিষয়ক জনসচেতনতামূলক সভায় অংশগ্রহনের আগে উপজেলা পরিষদ সভা কক্ষে শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে সুশাসন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজীয়া।
মন্তব্য করুন