
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৪, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ
সিলেটের ভুরকি গ্রামের দুরন্ত চঞ্চল মেয়ে রুশনারা আলী ব্রিটেনের রাজনীতিতে রেকর্ড গড়লেন। টানা পঞ্চম বারের মতো নির্বাচিত হলেন ৪৯ বছর বয়সী এই ব্রিটিশ-বাংলাদেশী নারী।
কষ্টার্জিত বিজয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রুশনারা। নাম ঘোষণার সময় তার চোখে পানি ছিল। বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে তিনি পেয়েছেন মোট ১৫ হাজার ৮৯৭ ভোট।আসনটিতে তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭ ভোট। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রাবিনা খান ৪ হাজার ৭৭৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে লেবার পার্টি।
২০১০ সাল থেকে এর আগে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি। ২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রুশনারা আলী। এরপর তিনি ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন।
১৯৮০ সালে সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুরকী গ্রামের আপ্তাব আলী স্ত্রী রানু ও রুশনারা ও তার ভাই বোনদের বৃটেনে নিয়ে যান। তখন রুশনারার বয়স ছিল মাত্র সাত বছর। লন্ডনের মালবেরি স্কুলস অব গার্লস ও টাওয়ার হ্যামলেটস কলেজ-এ শিক্ষা লাভ করেন। টাওয়ার হ্যামলেটে বেড়ে ওঠার সময়ে তার বাবা হাতের কাজ করতেন।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্ট জনস কলেজে তিনি দর্শন, রাজনীতি ও অর্থনিতি বিষয়ে পড়াশোনা করেন যা ছিল তার পরিবারের জন্যই প্রথম ঘটনা বিশ্ববিদ্যালয়ে পড়ার। গ্রামে এখনও তাদের তিন একর জমির একটি বাড়ি রয়েছে।
মন্তব্য করুন